বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শংকামুক্ত নন লঞ্চ দুর্ঘটনার ১৩ রোগী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি ১৩ রোগীর কেউই শংকামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।

সোমবার (৩ জানুয়ারি) নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেলে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

এসময় নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, মেরিন কোর্ট আইনে সর্বোচ্চ সাজা পাঁচ বছর। তাই আইনটি পরিবর্তনে কাজ চলছে। এছাড়া যারা যাত্রী সেবা নিশ্চিত করতে না পারবে তারা নৌখাতে থাকতে পারবে না বলেও জানান তিনি।

এদিকে মালিকদের কাছে নৌমন্ত্রণালয় জিম্মি নয় উল্লেখ করে অভিযান চলমান থাকবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীর দিয়াবাড়ি নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান ১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু এবং আহত ৭২ জনকে উদ্ধার করা হয়েছে। এর আগে, নিখোঁজ ৫১ জনের তালিকা দেয় রেড ক্রিসেন্ট সোসাইটি।

এ ঘটনায় লঞ্চটির মালিক হামজালাল শেখসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে মালিক-মাস্টারসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ইতোমধ্যে অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ