শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

লতা মঙ্গেশকর করোনাক্রান্ত, আইসিইউতে

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে লতার পরিবারের সদস্য রচনা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল আছে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা। এ বয়সে করোনায় আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। সবার উদ্দেশে তাঁর অনুরোধ, ‘দয়া করা আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। তাঁর জন্য প্রার্থনা করবেন।’

সাত দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর সংগীত ভারত ছাপিয়ে তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে।

লতা মঙ্গেশকর ক্যারিয়ার শুরু করেন ১৯৪২ সালে, মারাঠি গান গেয়ে। তিনি ৩৬টি ভাষায় প্রায় সাড়ে সাত হাজার গান গেয়েছেন। এর মধ্যে আছে বাংলাও। ২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ