শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

লঞ্চে ধোঁয়া দেখে ৯৯৯-এ কল, অতঃপর..

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে যাত্রীবাহী এমভি সুরভী-৯ লঞ্চটিকে প্রায় পাঁচ ঘণ্টা চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে আটকে রাখা হয়। লঞ্চে ধোঁয়া দেখে একজন যাত্রী ৯৯৯–এ কল করলে নৌ পুলিশ মোহনপুর এলাকায় লঞ্চটি আটকে ফেলে। এ সময় লঞ্চে প্রায় ৬০০ যাত্রী ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক মো. কায়সারুল ইসলাম লঞ্চ কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, লঞ্চটির ইঞ্জিনকক্ষ থেকে বেশি ধোঁয়া বের হচ্ছে দেখে কোনো একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে সহযোগিতা চান। নৌ পুলিশ মোহনপুর এলাকায় ঘাটে লঞ্চটি আটকে ফেলে। এতে যাত্রীরা কিছুটা আতঙ্কিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিআইডব্লিউটিএর নির্দেশে মোহনপুর নৌ পুলিশ আগুনের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত লঞ্চটি যাত্রীসহ আটকে রাখে।

মোহনপুর নৌ পুলিশের ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমরা ছাড়াও খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড দল লঞ্চটিতে আগুনের কোনো কিছু দেখেনি। পরে বিআইডাব্লিউটিএর নির্দেশে আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে লঞ্চটি যাত্রীসহ বরিশালের উদ্দেশে ছেড়ে যায়।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ