শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রেড ক্রিসেন্টের উদ্যোগে সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস (আইসিআরসি)-এর সহযোগিতায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঢাকায় রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের দৃশ্য। ছবি- সংগৃহীত

প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। এই প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য এম. মঞ্জুরুল ইসলাম, সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহ উদ্দিন, উপ-মহাসচিব রফিকুল ইসলাম, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক একরাম এলাহি চৌধুরী।

দুদিনের এই প্রশিক্ষন পরিচালনা করেন সোসাইটির ট্রেনিং বিভাগের ডেপুটি ডিরেক্টর তরুণ কান্তি সাহা ও সোসাইটির ডিআরএম বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং প্রয়োজনীয় সবধরণের মানবিক সহায়তা দিচ্ছে। পাশাপাশি এ ধরেনর ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় ঝুঁকি কমাতে সাহায্য করবে’।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম এর সভাপতি তপন বিশ্বাস বলেন, ‘আমরা সবসময় নানা ধরনের ঝুঁকির মধ্যে কাজ করি। এ ক্ষেত্রে ‘ফার্স্ট এইড’ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন’। তিনি, কোভিড-১৯ পরিস্থিতিতে সাংবাদিকদের জন্য এধরনের প্রশিক্ষণের আয়োজনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ