মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রুপপুর বিদ্যুৎ কেন্দ্রে কাজাখস্তানি শ্রমিক খুন, ৩ বিদেশী আটক

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেশটির অপর এক নাগরিক। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজন বেলারুশ নাগরিককে আটক করেছে পুলিশ।

নিহত ভ্লাদিমেস সেভটস (৫০) রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গতকাল শনিবার রাতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমেসের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছুরিকাঘাতে তিনি নিহত হয়। এসময় আহত হন কাজাখস্তানের অপর এক নাগরিক।

রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (২৭ মার্চ) সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষ হয়। তার মরদেহ আইনি প্রক্রিয়ায় কাজাখস্তানে পাঠানোর কাজ শুরু হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ