শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রিজভীসহ ৮ বিএনপি নেতাকে গ্রেপ্তারে পরোয়ানা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
২০১৫ সালের বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির ৮ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

মেট্রোপলিটন সেশন জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস বিএনপির আট নেতাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। অতিরিক্ত সরকারি কৌসুলি তাপস কুমার পাল এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ব্যাপারে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দেওয়ার আদেশ দেন বিচারক। মামলায় বিএনপির নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২৪ জন জামিনে আছেন। পলাতক রয়েছেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ কাইয়ুমও। মামলার অভিযোগে উল্লেখ করা ছিল, ২০১৫ সালের ২৬ জানুয়ারি বাড্ডায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হাতবোমা বিস্ফোরণ ঘটানো হলে সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এই ঘটনার পর পুলিশ বাড্ডা থানায় রিজভীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করে। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা পরিদর্শক জাহিদুর রহমান ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ