শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
জাতীয় সংসদের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনের প্রথম কার্যদিবসে (রোববার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব

সংবিধান অনুসারে নতুন বছরের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণ প্রদানের বিধান রয়েছে। সে অনুযায়ী রোববার (১৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ প্রদান করেন।

রাষ্ট্রপতির এই ভাষণের ওপর সোমবার (১৭ জানুয়ারি) ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয়। সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবটি তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এই ধন্যবাদ প্রস্তাবটি সমর্থন করেন সরকারদলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু।

প্রস্তাবে প্রধান হুইপ বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কর্তৃক ২০২২ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি সংসদে প্রদত্ত তার ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।’

উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবের ওপর সোমবারই আলোচনা শুরু হয়। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় প্রথম বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ