বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রাষ্ট্রপতির চিঠি পেলে সংলাপে যোগ দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত : ফখরুল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির চিঠি পেলে সংলাপে যোগ দেওয়া না দেওয়ার ব্যাপারে স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে বিএনপি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আমরা সংলাপের বিষয়ে রাষ্ট্রপতির কোনো চিঠি পাইনি। চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

আজ মঙ্গলবার রাতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এই কথা জানান। মির্জা ফখরুল বনানী কবরস্থানের অসহায় মানুষদের মধ্য কম্বল বিতরণ করেন।

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল যে, কোনো ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করব না। সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনো চিঠি আসেনি। আমরা সেই সিদ্ধান্ত সেভাবে এখনো নেইনি।’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হবে। এর মধ্যেই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। গতকাল সোমবার প্রথম দিন সংলাপ হয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে। এর মধ্যেই আরও ৫টি রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ