বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রাবির নোটিশে ১৬ ডিসেম্বরকে বলা হলো স্বাধীনতা দিবস 

spot_img
spot_img
spot_img

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৬ ডিসেম্বরকে ‘মহান স্বাধীনতা দিবস’ উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে হলটির নোটিশ বোর্ড, ডাইনিং ও ক্যান্টিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই নোটিশ দেখা গেছে।

প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ স্বাক্ষরিত নোটিশে লেখা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সব আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং ৭টা ৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেই লক্ষ্যে সকাল ৬টা ৪৫ মিনিটে সব আবাসিক ছাত্রদের হল গেটে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এ ঘটনাকে নিষ্ঠা ও আন্তরিকতার অভাব বলে মনে করে সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তার কাছে এ ধরনের ভুল আশা করা যায় না। তার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘অনেক ব্যস্ততার মধ্যে থাকার কারণে বিষয়টি ঠিকভাবে খেয়াল করা হয়নি। নোটিশটি সরিয়ে নিয়ে সংশোধিত নোটিশ প্রকাশের ব্যবস্থা করছি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ