বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রাজধানীতে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট থানা এলাকায় পৃথক ঘটনায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) উম্মে কুলসুম জানান, শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে খিলক্ষেত মধ্যপাড়া (বালুর মাঠ) এলাকার ভাড়া বাসা থেকে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত উদ্ধার করা হয়। তার নাম মোসাঃ সালমা আক্তার (১৬)।

সালমার ভাই আজাহারুল ইসলাম জানান, ৭/৮ মাস আগে সজিব নামে এক যুবকের সাথে সালমার বিয়ে হয়। সালমা গার্মেন্টসে চাকরি করতো। আর স্বামী ইন্টারনেট সংযোগ প্রদানকারী স্থানীয় প্রতিষ্ঠানে কাজ করতো। বিয়ের পর ভালোই চলছিলো তাদের সংসার।

‘কিছুদিন ধরে স্বামী সজিব সালমার উপর নির্যাতন চালাচ্ছিলো’ অভিযোগ এনে আজহারুল দাবি করেন, তার বোন আত্মহত্যা করতে পারেনা। তাকে হত্যা করে আত্মহত্যার কথা বলছে স্বামী। তিনি বলেন, ‘মৃত্যুর জন্য স্বামীই দায়ী।’

এদিকে স্বামী সজিবের দাবি, সালমা মধ্যরাতে তার অগোচরে ঘড়ের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাইছাপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন এর মেয়ে সালমা।

অন্যদিকে শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকায থেকে অজ্ঞাত যুবকের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরনে ছিল নীল রঙের হাফ গেঞ্জি ও চেক লুঙ্গি।

দক্ষিণ মানিকদি এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় জানিয়ে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম আবু রায়হান বলেন, নির্মাণাধীন ভবনের বাহির অংশে পাইপের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় যুবকের মরদেহটি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ