মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

‘রহস্যময়’ দুর্ঘটনায় খুলনা আ’লীগ নেতা সাগরের মৃত্যু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
লাইফ সাপোর্টে থাকা খুলনা মহানগর আওয়ামীলীগের সদস্য, খুলনা মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা মো. মনিরুজ্জামান সাগর মারা গেছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকালে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয় বলে তার ছোট ভাই রিক্কন জানান। হাসপাতাল সূত্রেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে সাগর আহত হওয়ার বিষয়টি রহস্যময় জানিয়ে বিএসএমএমইউতে রিক্কন জানান, ‘রোববার এয়ার অ্যাম্বুলেন্সে ভাইকে (মনিরুজ্জামান) ঢাকায় এনে পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করি।’
তিনি জানান, ‘ঘটনার রাতে হঠাৎ ভাইকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। বলা হচ্ছে, রিকশা থেকে পড়ে আহত হওয়ার কথা।’ ‘রিকশা থেকে পড়ে কারও কী চোখ বের হওয়ার উপক্রম হয়? শরীরে এমন আঘতের ধরণ থাকে? প্রশ্ন রাখেন তিনি।
স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, শনিবার রাতে একটি আমন্ত্রণে যোগদান করে সেখান থেকে বের হয়েছিলেন মনিরুজ্জামান। তারপর কোথায় গিয়েছিলেন বা যাচ্ছিলেন- সে বিষয়ে সুস্পষ্ট তথ্য না থাকলেও একপর্যায়ে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তখন তিনি কথা বলতে পারছিলেন না। অচেতন ছিলেন। ফলে আহত হওয়া সম্পর্কে স্বজনদের কিছুই জানাতে পারেননি।
সোমবার (২১ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় বিএসএমএমইউ হাসপাতালের ছয়তলার আইসিইউ ইউনিটে গিয়ে দেখা যায়, বিমর্ষ হয়ে আইসিইউ’র ওয়েটিং রুমে বসে আছেন স্বজনরা। তাদের চোখে মুখে উৎকন্ঠা। শঙ্কা-সংশয় নিয়ে কামনা করছেন মনিরুজ্জামানের সুস্থ হয়ে ফেরা। মনিরুজ্জামানকে দেখতে আসা রাজনৈতিক সহযোদ্ধাদের কাছেও দোয়া চাইছেন তারা।
ওইদিন ‘খুলনার আ’লীগ নেতা সাগর লাইফ সাপোর্টে, দুর্ঘটনা মানতে নারাজ সমর্থকরা’ শিরোনামে ক্র্যাবনিউজবিডি ডটকম -এ প্রকাশিত হয়েছে।
নানা সন্দেহ, নানা প্রশ্ন
মনিরুজ্জামান সাগরের ফেসবুক ওয়াল থেকে নেওয়া অন্যজনের ট্যাগ করা একটি স্ট্যাটাসের স্ক্রীনশট।
হাসপাতালের নিয়মানুযায়ী রোগীর চিকিৎসাস্বার্থে আইসিইউতে একজনের অতিরিক্ত স্বজন ঢুকতে দেয়া হয় না। এ কারণে আইসিইউ’র ওয়েটিং রুমে থাকা চেয়ারে বিষন্ন-ভারাক্রান্ত হয়ে বসে আছেন স্বজনরা। মনিরুজ্জামানের ছোটভাই রিক্কনকে বিভিন্ন প্রয়োজনে চিকিৎসকরা আইসিউ’র ভেতরে নিলে, বের হওয়ার পর ভারাক্রান্ত অপেক্ষমান স্বজনদের মুখগুলো চেয়ে তাকে রিক্কনের মুখের দিকে। জানতে চায়- ‘মনিরুজ্জামান কী চোখ মেলে তাকিয়েছে? তার কী চেতন আছে? হৃদপিন্ড কী কাজ করছে? – এমন নানান প্রশ্ন। অপেক্ষমান মুখগুলো শুধু শুনতে চায়, ‘আগের চেয়ে একটু ভালো’।
আইসিইউর অপেক্ষা কক্ষে এ প্রতিবেদকের কথা হয় মনিরুজ্জামানের স্ত্রী, ছোট ভাইসহ বসে থাকা অন্য স্বজনদের সাথে ।

মনিরুজ্জামানের ছোট ভাই রিক্কন ফেসবুকে এ বিষয়ক বিভিন্ন ব্যক্তির বিভিন্ন পোস্টের কথা উল্লেখ করে আহত হওয়া নিয়ে সন্দেহ পোষণ করেন।

মনিরুজ্জামানের ফেসবুক প্রোফাইল ঘেটে তার ওয়ালে ট্যাগ করে দেয়া পোস্টে দেখা গেছে, শাহীন রহমান নামে একজন লিখেছেন, ‘ রহস্যময় রিকশা দুর্ঘটনায় আহত খুলনা আওয়ামী লীগের তরুণ নেতা..’
শেখ আরিফুজ্জামান নামে একজন ইংরেজিতে লিখেছেন, ‘ অ্য কোশ্চেন …. আই জাস্ট ওয়ান্ট টু নো দ্যাট গহোয়াট এক্সাক্টলি হ্যাপেনড টু মাই ব্রাদার (মনিরুজ্জামান)। …..ইট ইস ডিফিক্যাল্ট টু বিলিভ…..অ্যাক্সিডেন্ট।’ যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘ লিখেছেন, ‘…আমি আমার ভাইয়ের কী ঘটেছে জানতে চাই। ও ঘটনা দুর্ঘটনা- তা বিশ্বাস করা যায় না,,।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ