রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী ঢাকায়

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ শেষে শুক্রবার রাত ১১টা ১৩ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছে। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তাকে মন্ত্রীপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ওয়শিংটন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

সেখানে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা তাকে বিদায় জানান।

মহামারীর মধ্যে ১৯ মাস পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি ইতালি সফরে গিয়েছিলেন।

দেশে ফেরার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে স্থানীয় সময় সকালে এসে পৌঁছায়। সেখানে প্রায় দুই ঘন্টার যাত্রা বিরতির পর তিনি আবার ঢাকার উদ্দেশে রওনা দেন।

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই দিনের যাত্রাবিরতি শেষে ১৯ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক পৌঁছান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ