শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

যুক্তরাষ্ট্রে করোনায় ৯ লাখ মৃত্যুর মাইলফলক

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

করোনাভাইরাস মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা এক ভয়াবহ মাইলফলকে পৌঁছেছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৩০৬ জনের; মারা গেছেন ২ হাজার ৬০৬ জন।জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৮৬০ জন ও মারা গেছেন ৯ লাখ ২৪ হাজার ৫৩০ জন।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা আট লাখ ছাড়িয়েছিল দেশটিতে। মাত্র দেড় মাসের মধ্যে মোট মৃতের সংখ্যা বাড়ল প্রায় ১ লাখ ২৫ হাজার।

এদিকে, দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। ভাইরাসটির অত্যন্ত সংক্রামক অমিক্রন ধরনের কারণে দেশটিকে সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করে।প্রাথমিকভাবে দেখা গেছে, অমিক্রন অনেক বেশি সংক্রামক হলেও সাধারণত ডেল্টার মতো গুরুতর নয়; কিন্তু অমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়িয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে যুক্তরাষ্ট্র।

বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালে ভর্তির হওয়া অমিক্রন রোগীদের বেশিরভাগ টিকা নেননি এবং তারা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ছিলেন।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার ধীরে টানা দুইদিন ধরে সাতদিনের গড় ২ হাজার ৫৯২ জনে নেমে এসেছে। যা সংক্রমণের বর্তমান তরঙ্গে সর্বোচ্চ গড় ২ হাজার ৬৭৪ জনের তুলনায় বেশি। ২০২১ সালের জানুয়ারিতে ডেল্টা তরঙ্গের সময় প্রতিদিন গড়ে ৩ হাজার ৩০০ জনের মৃত্যুর রেকর্ড শীর্ষে ছিল।

বিশ্বের সবচেয়ে কার্যকর করোনা টিকাগুলো ব্যাপকভাবে সহজলভ্য হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার মাত্র ৬৪ শতাংশ টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বাড়ার প্রধান কারণ টিকা গ্রহণের বিষয়ে মার্কিন জনগণের উদাসীনতাকে দায়ী করা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ