রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে লাইসেন্স নবায়ন না করার অভিযোগ ঠিকাদারদের

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

মেসার্স মৌসুমী ট্রেডার্সের মালিক গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা আব্দুস ছাত্তার। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে কাজ করে আসছেন। গত ৩ বছরে সিটি করপোরেশন তার প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করেনি বলে অভিযোগ ঠিকাদারদের।

আজ মঙ্গলবার আব্দুস ছাত্তার গণমাধ্যমকে বলেন, ‘প্রতিটি লাইসেন্স নবায়নে প্রতি বছর সিটি করপোরেশনের ২ হাজার টাকা আয় হয়। আমার সব কাগজপত্র আছে। তারপরও লাইসেন্স নবায়ন হয়নি।

তিনি বলেন, ‘সচিবালয়, গাজীপুরের ২ মন্ত্রী ও ডিসিসহ অনেককেই এ বিষয়ে চিঠি দিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতিও নিচ্ছি আমরা।’

আব্দুস ছাত্তারসহ গাজীপুর সিটি করপোরেশনের তালিকাভুক্ত অনেক ঠিকাদারের অভিযোগ, মেয়র মো. জাহাঙ্গীর আলমের কারণে তাদের লাইসেন্স নবায়ন হয়নি। আব্দুস ছাত্তার বলেন, ‘মেয়রের মা, ভাইয়ের নামে ১২ থেকে ১৩টি ফার্মের লাইসেন্স আছে। এখন আমাদের ফার্মগুলো যদি নবায়ন করে, তাহলে আমাদের কাজ দিতে হবে, টেন্ডার ছাড়তে হবে।’ মেসার্স মাসুদ কনস্ট্রাকশনের ঠিকাদার শেখ মো. মাসুদও গত ৩ বছর লাইসেন্স নবায়ন করতে পারেননি। তিনি বলেন, ‘মেয়র জাহাঙ্গীর নতুন করে অনেকের লাইসেন্স দিলেও, পুরনো লাইসেন্স নবায়ন করেননি।’

আরেক ঠিকাদার রফিক এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘গত ৩ বছরে আমার প্রতিষ্ঠানটির নবায়ন করা হয়নি। মেয়রের ইচ্ছা হলে কোনোটা নবায়ন করেছেন, নয়তো করেননি। ঠিকাদার আব্দুস ছাত্তার জানান, ‘সালনা-মাস্টারবাড়ী এলাকার একটি রাস্তার কাজ করেছি। কিন্তু বিল পাইনি। এই সপ্তাহ ওই সপ্তাহ করে মেয়র ২ বছর যাবত ঘুরাচ্ছেন। আমার মোট ৪টা কাজের বিল পাইনি। এগুলো নিয়ে মেয়রের বাসায় তর্ক বিতর্ক হয়েছে।’

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গত ৩ বছরে নতুন পুরনো মিলিয়ে ১৪টি প্রতিষ্ঠানের ঠিকাদারী লাইসেন্স নবায়ন করা হয়েছে। ওইসব প্রতিষ্ঠান এবং বাইরের কিছু প্রতিষ্ঠান কাজের সক্ষমতার ভিত্তিতে সিটি করপোরেশনের উন্নয়ন কাজ সম্পন্ন করছে। গত ৩ বছরে সিটি করপোরেশন এলাকায় একাধিক প্রকল্পে ২ হাজার ১০০ কোটি টাকার সড়ক সংস্কার ও ড্রেনেজ নির্মাণ কাজ হয়েছে।

এ সব বিষয়ে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘এমন কে আছেন যারা নবায়নের জন্য আমার কাছে আবেদন করেছেন, অথচ আমি ফিরিয়ে দিয়েছি? আমার কাছে নবায়নের এমন কোনো ফাইল আসেনি।’তিনি বলেন, ‘২ মাস আগেও আমার বিরুদ্ধে এসব অভিযোগ কেউ করেনি এবং আপনারাও আমাকে প্রশ্ন করেননি। আজকে আমি বেকায়দায় পড়েছি তাই আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হচ্ছে।’

মেয়র জাহাঙ্গীর বলেন, ‘আমার মা, ভাই ও বোনকে কেউ চেনে না এমনকি আপনারাও না। আমি তাদেরকে ক্ষমতা থেকে দূরে রেখেছি। চলতি কাজের বিল পরিশোধ না করে আমার আগের আমলের বিল কীভাবে পরিশোধ করব? কাজ না করে লোকজন বিল তুলে নিবে তা আমি কীভাবে দেবো?’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ