মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মোবাইল সেট নিবন্ধিত কীনা, বুঝবেন যেভাবে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
নকল আইএমইআই সম্বলিত ও যেসব অবৈধ হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত রয়েছে সেগুলো নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় যাচ্ছে বিটিআরসি। আগামীকাল (১ অক্টোবর) থেকে সব ধরনের অবৈধ মোবাইল ফোন সেট চালু করতে গেলে তা গ্রাহককে এসএমএস পাঠিয়ে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে।

এক্ষেত্রে আপনার মোবাইল সেট নিবন্ধিত কীনা, তা নিশ্চিত করবেন কীভাবে? তবে এ সমস্যা সমাধানের একটি উপায় দিয়েছে বিটিআরসি।

মোবাইল সেট নিবন্ধন যাচাই প্রক্রিয়া

মোবাইল হ্যান্ডসেটের ম্যাসেজ অপশনে গিয়ে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ স্বরূপ- KYD 123456789012345) ১৬০০২ নম্বরে সেন্ড করুন (পাঠান)। এরপরই ফিরতি ম্যাসেজে আপনাকে নিবন্ধন বিষয়ক তথ্য জানিয়ে দেয়া হবে।

এই প্রক্রিয়ার মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে ক্রয় করার জন্য বিটিআরসি’র বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও, বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে নিয়ে আসা অনুমোদিত সংখ্যক মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের পূর্বে (www.neir.btrc.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ