রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মৃত্যুর অপেক্ষায় সন্তান কোলে রেললাইনে নারী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
শিশু সন্তানসহ এক নারীকে রেললাইন থেকে ধাক্কিয়ে সরাতেই দ্রুত গতিতে সাঁসাঁ করে চলে গেলো ট্রেন। এরপর ওই নারী জানালেন, স্বামীর সাথে ঢাকা যেতে সন্তান নিয়ে ট্রেনের অপেক্ষায় তারা। এ সময় স্বামী-স্ত্রীর তর্ক হয়। এর জের ধরে স্বামী রাগ করে চলে গেলে তিনি শিশু সন্তানসহ আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এ কারণেই চলন্ত ট্রেন আসতে দেখে তিনি শিশু সন্তান কোলে মৃত্যুর অপেক্ষায় রেল লাইনে দাঁড়ান। শনিবার সকাল সাতটার দিকে নরসিংদীর পলাশের ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

রেল পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টার দিকে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছিলো পারাবত এক্সপ্রেস ট্রেন। কন্যাশিশুকে কোলে নিয়ে রেললাইনে দাঁড়িয়ে আছেন এক নারী। এমন দৃশ্য দেখে আশপাশের লোকজন ডাক–চিৎকার শুরু করেন। কিন্তু সরে আসছিলেন না তিনি। ট্রেন নিকটে চলে আসায় সেখানে অবস্থান করা এক ব্যক্তি দৌড়ে গিয়ে তাদের জোর করে লাইন থেকে সরিয়ে আনেন। কয়েক সেকেন্ড পরই ট্রেনটি তাদের অতিক্রম করে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই নারী তার স্বামী-সন্তানের সঙ্গে ঢাকায় যাবার জন্য ঘোড়াশাল রেলস্টেশনে এসেছিলেন। ট্রেনের জন্য অপেক্ষারত অবস্থায় ঢাকায় যাওয়া না যাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী স্টেশন ছেড়ে চলে গেলে ওই নারী তার কন্যাকে নিয়ে আত্মহত্যার জন্য রেললাইনে গিয়েছিলেন।

এই দম্পতির বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজার এলাকার উত্তরপাড়ায়। ওই নারীর নাম জানা যায়নি। তবে তাঁর স্বামীর নাম ফারুক মিয়া (৪০)। ফারুক রাজধানী ঢাকার উত্তরা এলাকার একটি এক্সপোর্ট-ইমপোর্ট প্রতিষ্ঠানের কর্মচারী।
ওই নারীর স্বামী ফারুক মিয়া বলেন, কর্মস্থলে না যেতে পারলে তার চাকরি যায় যায় অবস্থা। এ জন্য সকালে স্ত্রীকে সবকিছু বুঝিয়ে স্টেশনের উদ্দেশে রওনা হন। স্টেশনে আসার পর ঢাকাগামী ট্রেনের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। একসময় বিরক্ত হয়ে স্ত্রী আর ঢাকা যেতে চাইছিলেন না। বারবার বোঝানোর পরও যেতে না চাওয়ায় তিনি তাকে বাড়িতে চলে যেতে বলে স্টেশনের বাইরে চলে আসেন। তার উদ্দেশ্য ছিল বাসে করে ঢাকায় যাওয়ার। এরই মধ্যে স্ত্রী এমন কাণ্ড ঘটিয়ে বসেন। পরে উপস্থিত লোকজনের ফোন পেয়ে তিনি আবার স্টেশনে ফেরত আসেন। স্ত্রী ও কন্যাকে নিয়ে পরে বাড়িতে চলে যান ফারুক হোসেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ