শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মুরাদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে: ডিবি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বিতর্কিত মন্তব্য ও অডিও রেকর্ড ফাঁসের পর প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে তার সঙ্গে নায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হওয়ার জেরে প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সংগে আলাপকালে এক প্রশ্নের জবাবে ডিবির যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, অডিও ফাঁস ইস্যুতে গতকাল সোমবার রাতেই চিত্রনায়ক ইমন ডিবি কার্যালয়ে এসেছিলো। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মোবাইল থেকে এই অডিও ফাঁস হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ডা. মুরাদ হাসান-এর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে তাকেও ডিবি কার্যালয়ে ডাকা হবে।

তিনি বলেন, তদন্তের প্রয়োজনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও ডাকা হতে পারে। আপাতত আমরা বিষয়টা প্রাথমিকভাবে অবজার করছি।

প্রসংগত, ৫ ডিসেম্বর রাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান-এর দু’টি অডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ওই অডিওতে নায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহি’র সংগে কথা বলতে শোনা যায় মুরাদ হাসানকে। তবে মুরাদ হাসান-এর কথাবার্তা ছিলো কুরুচিপূর্ণ এবং অনৈতিক ইঙ্গিতপূর্ণ। যা শোনার পর বিভিন্ন মহল থেকে কড়া সমালোচনার ঝড় বইতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এর প্রেক্ষিতে রোববার (৫ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর বরাতে গণমাধ্যমকে জানিয়েছেন, মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ডা. মুরাদ হাসান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ