শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মুম্বাই হামলা : সেই নরকীয় দিন

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

আজ সেই নারকীয় ২৬ নভেম্বর। ২০০৮ সালের এই দিনে ভারতের অন্যতম প্রাণকেন্দ্র মুম্বাই শহরের ১২টি স্থানে হামলা চালায় পাকিস্তানের অভ্যন্তরে গড়ে ওঠা লস্কর-ই-তৈয়বার ১০ জঙ্গি। সেই আক্রমণে তাৎক্ষণিকভাবে ১৮০ জন নিরীহ মানুষ প্রাণ দেয় এবং ৩ শতাধিক মানুষ গুরুতর আহত হয়, যাদের অনেকেই পরে মারা যায় অথবা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল মুম্বাইয়ের দি তাজমহল প্যালেস হোটেল এবং ওবেরাই ট্রাইডেন্ট হোটেলে হামলা। ৬৪ ঘণ্টার প্রচেষ্টায় সেই হোটেলের ২০০ জিম্মিকে মুক্ত করতে পেরেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী।

২৬/১১ নামে পরিচিত ওই হামলায় আজমল কাসাব নামে একজন মাত্র হামলাকারী নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিশ্চিত করেন লস্কর-ই-তৈয়েবাসহ পাকিস্তানকেন্দ্রিক বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠন এই হামলার পরিকল্পনা করেছিল। হামলাকারীদের সবাই পাকিস্তান থেকে মুম্বাইয়ে আসে। হামলার সময় পাকিস্তান থেকেই তাদের নিয়ন্ত্রণ করা হয়। মুম্বাই হামলার পর ভারতের অভিযোগের ভিত্তিতে পাকিস্তানে তদন্ত শুরু হয়।

২৬/১১ হামলার মূল চক্রান্তকারী হিসাবে হাফিজ সাইদ এবং জাকিউর রহমান লকভির নাম উঠে এসেছিল। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে লকভিকে গ্রেফতার করা হলেও ২০১৫ সালে জামিন পেয়ে যান তিনি। কিন্তু পাকিস্তানের উপর চাপ অব্যাহত থাকায় ২০২০ সালে হাফিজ সাইদকে একটি অর্থপাচার সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়। লখভিকেও একটি আর্থিক অনিয়ম মামলায় গ্রেফতার করা হয়। কিন্তু, তাদের কাউকেই ২৬/১১ এর মামলায় যুক্ত করা হয়নি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ