শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

‘বিকট শব্দে বিস্ফোরণের’ পর আগুন, দগ্ধ ৭

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরে একটি বাড়ির নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এতে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গ্যাস সরবরাহ পাইপ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার।

দগ্ধদের হাসপাতালে আনা ব্যক্তিদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ওই ভবনের দুইদিন ধরে গ্যাস ছিলো না। পরে মেরামত করা হয়। কিন্তু বুধবার রাতে গ্যাস সংযোগ পরীক্ষা করতে গেলে বিকট শব্দের পর আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিনগত রাত ১টার দিকে মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের একটি চারতলা বাড়ির নিচতলায় আগুন লাগে। সেখানে চারটি কক্ষ রয়েছে। খবর পেয়ে ফায়ার ফাইটারদের তিনটি ইউনিট গিয়ে ওই চার কক্ষের আগুন নেভায়। ফায়ার সার্ভিস পৌঁছার আগেই প্রতিবেশীরা দগ্ধদের হাসপাতালে নিয়ে যান।

দগ্ধরা হলেন, ভবন মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫), ছোট বোন রিনা বেগম (৫০), বাসার নিচতলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫), তার মেয়ে নওশীন (৫), পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) ও পথচারী সাজ্জাদ হোসেন সুমন (৩০)।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, শিশু নওশীনের শরীরের ১৫ শতাংশ, শফিকুল ইসলামের ৮৫ শতাংশ, সুমনের ৪৫ শতাংশ, রওশন আরার ৮০শতাংশ, রিনার ৭০শতাংশ, নওশীন ২৭ শতাংশ ও রেনু ৩৮ শতাংশ শরীর আগুনে পুড়ে গেছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ