বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মিরপুরে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কের আট নম্বর কমিউনিটি সেন্টারের পাশের একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় মর্টার শেল সদৃশ বস্তু পাওয়া গেছে। আজ বুধবার সকালে বস্তুটি উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

দুপরে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আ ন ম ইমরান খান বলেন, ‘এর আগে গতকাল মঙ্গলবার থেকে খননের স্থানটি ঘিরে রাখে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও র‍্যাব-৪ এর একটি দল। এরই মধ্যে উদ্ধার করা বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

আ ন ম ইমরান খান বলেন, ‘ঘটনাস্থলে র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের মেজর মশিউর রহমান উপস্থিত আছেন। তিনি বিষয়টি দেখভাল করছেন।’

মেজর মশিউর রহমান বলেন, ‘দেখে মনে হয়েছে, এটি অনেক আগের একটি মর্টার শেল। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। মাটির নিচে আরও মর্টার শেল আছে কি না, তা মেটাল ডিটেক্টর দিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা মর্টার শেলটি আজ দুপুরের দিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ