বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মিরপুরে গাড়িচাপায় ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকায় প্রাইভেটকার চাপায় আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম প্রান্ত হাসান। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী প্রাণ হারান বলে পুলিশ জানিয়েছে।

ধাক্কা দেয়া গাড়িটি আরেক পথচারীকে ধাক্কা দিয়ে ধাওয়া খেয়ে পালানোর সময় প্রান্তকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এমন তথ্য জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহান হক।

এদিকে প্রান্ত’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকার্ত সহপাঠীরা ক্ষুব্দ হয়ে ওঠেন। তারা ওই এলাকায় সড়কে অবস্থান নিয়ে কিছু সময় যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ এসে চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেয়। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ কর্মকর্তা শাহান হক বলেন, বেপরোয়া গতির একটি ব্যক্তিগত গাড়ি কালশী ফ্লাইওভারে ওঠার আগে এক পথচারীকে ধাক্কা দেয়। লোকজন ধাওয়া দিলে সেটি ফ্লাইওভার দিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা প্রান্তকে চাপা দেয় গাড়িটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, প্রান্ত পালাতে থাকা গাড়িটিকে আটকানোর চেষ্টা করেছিলেন।

শাহান হক জানান, স্থানীয়রা গাড়িটিকে আটক করেন। গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

প্রান্ত রাজধানীর মানিকদি এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম মোস্তফা কামাল।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ