শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মালয়েশিয়ায় নৌকাডুবে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ২৫

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার উপকূলে একটি নৌকাডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। ৫০ যাত্রীসহ নৌকাটি ডুবে যাওয়ার পর নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দেশটির নৌকর্তৃপক্ষ বলছে, নিখোঁজদের মধ্যে কাগজপত্রহীন অভিবাসন প্রত্যাশীরাও রয়েছেন। ১৪ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনো ২৫ যাত্রী নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল পাঁচটায় দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে এ দুর্ঘটনাটি ঘটেছে। নৌকাটি ও বেঁচে ফেরা যাত্রীদের টানজুং বালাও সৈকতে পাওয়া গেছে।

মালয়েশিয়ার ম্যারিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। নৌকাটি পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ায় যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।জোহর ম্যারিটাইম অপারেশনসের উপ-পরিচালক ক্যাপ্টেন সিমোন টেম্বলার বলেন, বড় ঢেউয়ের আঘাতে তাল সামলাতে না পেরে নৌকাটি ডুবে গেছে। অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই ইন্দোনেশিয়া সংশ্লিষ্ট।

এক বিবৃতিতে জোহর রাজ্যে ইন্দোনেশিয়ার কনস্যুলেট বলছে, হতাহতদের শনাক্ত করতে আমাদের প্রতিনিধি কাজ করে যাচ্ছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ