বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মার্চ থেকে ঢাকায় পিটার, ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রত্যাশা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে এগিয়ে নিতে চান বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

শনিবার ( ১২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সদ্য বিদায়ী রাষ্ট্রদূত আর্ল আর মিলারের উত্তরসূরি হিসেবে পিটার হাস দায়িত্ব গ্রহণের জন্য মার্চের শুরুতে ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে।

নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস দায়িত্ব নেয়ার আগে ওয়াশিংটন দূতাাবাস পরিদর্শনে যান। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং অন্য কর্মকর্তারা।

মতবিনিময়কালে দুই রাষ্ট্রদূত ঢাকা-ওয়াশিংটনের মধ্যে বিদ্যামন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের বিষয় নিয়েও তারা কথা বলেন।

মতবিনিময়ের আগে পিটার হাস দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।

সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার লংঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান ৬ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি নিয়ে দুই দেশের মধ্যে বিস্তর কথাবার্তা হচ্ছে। আগামী মাসে ঢাকা সফরে আসতে পারেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ