শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

র‍্যাব মানবাধিকার লঙ্ঘন নয়, রক্ষা করছে : মুখপাত্র

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষায় কাজ করছে জানিয়ে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন জানিয়েছেন, র্যাব মানবাধিকার লঙ্ঘন নয়, বরং রক্ষায় কাজ করছে। শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মানবতার রক্ষায় র্যাবের আত্মত্যাগ অনেক বেশি। র্যাবের সাফল্যের কারণে জঙ্গিবাদ মোকাবিলা সফলতা পেয়েছে। সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। দস্যুদের পুনর্বাসনে র্যাব সকল উদ্যোগ নিয়েছে। সেই সংগে জঙ্গীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা হয়। মানবাধিকার লুণ্ঠন করে না র্যাব, বরং মানবাধিকার রক্ষা করে চলছে সংস্থাটি।

তিনি বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা নিষেধাজ্ঞার বিষয়ে তথ্য পাচ্ছি। কিন্তু অফিসিয়ালি আমরা এখনও কোনো চিঠি পাইনি। অফিশিয়ালি চিঠি পেলে এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে র‌্যাব।

তিনি আরও বলেন, র্যাব মানবাধিকার লুণ্ঠন নয়, বরং রক্ষা করতে গিয়ে নয় হাজার সদস্যের মধ্যে এখন পর্যন্ত ২৮ জন মারা গেছে। ১ হাজার জন অঙ্গ হারিয়েছেন, ২ হাজার জন আহত হয়েছেন।

তিনি বলেন, র্যাবে চাকরি করে আইন ভঙ্গ করার সুযোগ নাই। যে কোনো বাহিনীর তুলনায় র্যাব নিজ বাহিনীর সদস্যদের আইনভঙ্গের শাস্তি দেওয়ার ক্ষেত্রে অধিক সচেতন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ