শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মধ্যরাতে বন্ধুসহ কেনো থানায়, জানালেন স্পর্শিয়া

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া ও তার বন্ধু প্রাঙ্গন দত্ত অর্ঘকে গভীর রাতে আটক করে রাজধানীর ধানমণ্ডি থানা পুলিশ। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।জানা যায়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ধানমণ্ডির ৮/এ রোডে ইউনিমার্ট শপিং সেন্টার এলাকায় ধানমণ্ডি থানার এসআই মাহবুব উল আলম এবং এসআই মাইনুল ইসলাম টহল উিউটিতে ছিলেন। রাত ১২টার দিকে আবাহনী মাঠের দিক থেকে জিগাতলার দিকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-ঘ-১৭-৪০৭২) বেপরোয়া গতিতে যাচ্ছিল। ইউনিমার্টের সামনের সড়কে একটি রিকশাকে ধাক্কা দেওয়ার উপক্রম হয়েছিল গাড়িটির। এসআই মাহবুব গাড়িটিকে থামার সংকেত দেন।

এ বিষয়ে এসআই মাহবুব গণমাধ্যমকে বলেন, গাড়ি কেন থামানো হয়েছে, এই প্রশ্ন তুলে প্রাঙ্গন খারাপ আচরণ করেন। স্পর্শিয়াও চিৎকার-চেঁচামেচি করছিলেন। অবশ্য আমরা তার সঙ্গে কথা বলিনি। যেহেতু প্রাঙ্গন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তাই তাকেই জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে তাদের থানায় নেওয়া হয়। অবশ্য তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্পর্শিয়া বলেন, আমাদের গাড়ির গতি স্বাভাবিক ছিল। গাড়ির পাশ দিয়ে যাওয়া একটা রিকশায় ধাক্কা লাগার উপক্রম হয়। পুলিশ আমাদের গাড়ি থামাতে বলে। কিন্তু গাড়ি থামিয়ে রাখাতে কিছুটা উচ্চবাক্য হয়। এরপর আমার বন্ধুকে থানায় যেতে বলে। কিন্তু আমাকে বলা হয়, আপনি না এলেও চলবে। কিন্তু আমি তাকে একা ফেলে আসিনি। আমিও থানায় যাই। ঘটনা এটাই। মুচলেকায় প্রাঙ্গন কী লিখেছে সেটা আমি জানি না।

স্পর্শিয়া আরও বলেন, এটা বড় কোনো ইস্যুও নয়। সেখানকার দায়িত্বে থাকা পুলিশ আমাকে বলেছিলেন- থানায় আপনাকে যেতে হবে না। তবুও আমি গিয়েছি। তারা থানায় আমার সঙ্গে ভালো আচরণ করেছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ