বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মতিঝিলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করছিল ট্রাফিক পুলিশ।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত রাইজিংবিডিকে বলেন, কারখানা স্থানান্তরের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

জানা গেছে, দক্ষিণ কমলাপুরের অলিও গার্মেন্টসটি শ্রমিকদের না জানিয়ে কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা মতিঝিলের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধের ফলে মতিঝিল, কমলাপুর, শাপলা চত্বর, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের সবগুলো পয়েন্ট বন্ধ রয়েছে। এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ