শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

‘ভোর থেকে অপেক্ষায় ছিলাম খোলার সঙ্গে সঙ্গেই সেতুতে ওঠার’

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রংপুর, খাগড়াছড়ি, নেত্রকোনা, ঢাকাসহ বিভিন্ন জেলার তরুণদের সংগঠন নর্থ রাইডার্স বিডি, বাইকার্স জিরো সেভেন ও জিরো নাইনের ১৬ সদস্যর একটি দল মোটরসাইকেলের বহর নিয়ে মাওয়া প্রান্ত থেকে সকাল সোয়া ছয়টার সময় জাজিরা প্রান্তে আসে। জাজিরা প্রান্ত ঘুরে আবার তারা সকাল আটটার দিকে মাওয়া প্রান্তে ফিরে যায়। সে দলেরই একজন রাশিক ইরতেশাম হক প্রথম আলোকে বলেন, ‘আমি রংপুরে ব্যবসা করি। বাইক নিয়ে পদ্মা সেতু পারাপার হওয়ার খুব ইচ্ছা ছিল। তাই গতকাল রাতে মাওয়া প্রান্তে এসে অপেক্ষা করছিলাম। সকাল ছয়টায় সেতুতে উঠেছি।’

আজ সকাল ছয়টায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবার টোলপ্লাজা খুলে দেওয়া হয়

ওই দলের আরেক সদস্য মৌসুমি খান বলেন, ‘দিনটি স্মরণীয় করে রাখতে বাইকে পদ্মা সেতু পারাপার হয়েছি। অনেক আনন্দ লাগছে। নিজেদের টাকায়, নিজেদের সেতু এমনটা ভাবলে গর্বে বুকটা ভরে যায়।’

টোলপ্লাজার দায়িত্বে থাকা টেলিটেল কমিউনিকেশনের প্রশাসনিক কর্মকর্তা হাফিজ আল হামিদ প্রথম আলোকে বলেন, সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ২৫০টি মোটরসাইকেল, ১২০টি প্রাইভেট কার, ৮০টি ট্রাক জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে।

                                                                                                             সূত্র: প্রথম আলো

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ