বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

করোনা ছড়ানোর দায়ে ৫ বছর জেল

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ভিয়েতনামে করোনাভাইরাস সংক্রান্ত বিধি লঙ্ঘন করায় এক ব্যক্তির ৫ বছরের জেল হয়েছে। কোভিড-১৯ ভাইরাস ছড়ানোরও অভিযোগ আনা হয়েছে লি ভ্যান ট্রি (Le Van Tri) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে।

আদালত কোভিড-১৯ ছড়ানোর বিষয়ে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। পরে তাকে ৫ বছর কারাদন্ডাদেশ দেয়া হয়। একই সঙ্গে আদালত তাকে ৮৮০ ডলার জরিমানা করে। মাত্র একদিনেই সম্পন্ন হয় এই বিচারকাজ এবং রায় ঘোষণা।

বাংলাদেশ সময় দুপুর ২টায় বিবিসির ইংরেজি ভার্সনে এমন খবর প্রকাশ হয়েছে।

এতে বলা হয়, আদালত আটজনকে “বিপজ্জনক সংক্রামক রোগ প্রেরণ (করোনা)” সংক্রান্ত অপরাধ করার জন্য লে ভ্যান ট্রিকে দোষী সাব্যস্ত করেছে। এই আট জনের একজন করোনাক্রান্ত হয়ে মারা গেছেন।

আদালত বলেছে, জুলাইয়ের প্রথম দিকে ২৮ বছর বয়সী লি ভ্যান ট্রি মোটরসাইকেলে ‘হো চি মিন সিটি’ থেকে দেশটির দক্ষিণে তার নিজ প্রদেশ ‘ক্যা মাউ (Ca Mau)’ ভ্রমণ করেছিলেন।

এরপর মাউ প্রদেশে পৌঁছলে স্বাস্থ্য ঘোষণার ফরমে তার সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস সম্পর্কে মিথ্যা তথ্য দেন। এছাড়া আইসোলেশন নিয়ম মেনে চলতেও ব্যর্থ হয়েছিল তিনি।

ওই সময় মাউ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের বিধান ছিলো যে, কেউ অন্য প্রদেশ থেকে ভ্রমণ করে আসলে তাকে ২১ দিন সকলের কাছ থেকে বিচ্ছিন্ন (আইসোলেশন) থাকতে হবে। কিন্তু তিনি ভ্রমণের তথ্য লুকান।

এর কিছুদিন পরই লি ভ্যান ট্রি’র করোনা লক্ষণ দেখা দেয়। পরীক্ষা করালে তার করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি তথ্য লুকানো এবং স্বাস্থ্যবিধি না মানায় তার পরিবারের কয়েকজন সদস্য তার মাধ্যমে কোভিড সংক্রমিত হয়। এছাড়া ওই সময়ে তিনি একটি কল্যাণ কেন্দ্র পরিদর্শনও করেন এবং কেন্দ্রের কর্মচারীরা করোনাক্রান্ত হন।

বিবিসি বলছে, কিছুদিন আগে পর্যন্ত ভিয়েতনাম কঠোর নিষেধাজ্ঞা দিয়ে কোভিডকে দূরে রাখতে সফল হয়েছিল। কিন্তু জুন থেকে সেখানে ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে।

দেশটিতে এপর্যন্ত ৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষ কেরানা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে ১৩ হাজার ৩০০ জন মারা গেছেন। এই মৃত্যুর বেশিরভাগই ঘটেছে গত কয়েক মাসে। সংক্রমণের বেশিরভাগই ঘটেছে দেশটির রাজধানী হো চি মিন শহরে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ