শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ভারতে ২৪ ঘন্টায় লাখ ছাড়ালো করোনাক্রান্ত

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ভারতে ১ দিনে নতুন করে ১ লাখ ১৭ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে সাত মাসের মধ্যে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণের সংখ্যা লাখ ছাড়াল। এর আগে ২০২১ সালের ৬ জুন ভারতে ১ দিনে ১ লাখ ১৪ হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছিল। খবর এনডিটিভির।

ভারতে দ্রুতগতিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত সপ্তাহে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা ১০ হাজার ছাড়াতে দেখা গিয়েছিল। তবে এক সপ্তাহের মাথায় দৈনিক সংক্রমণের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫২ লাখে দাঁড়িয়েছে। এ ছাড়া ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে নতুন করে ৩০২ জনের মৃত্যু হয়েছে।

ভারতে অমিক্রনে আক্রান্তের সংখ্যাও বাড়তে দেখা গেছে। দেশটিতে ১ দিনে ৩৭৭ জনের অমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে ৩ হাজার ৭ জনের অমিক্রন শনাক্ত হলো। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। দেশটিতে ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপরই রয়েছে দিল্লির অবস্থান। সেখানে এখন পর্যন্ত ৪৬৫ জনের অমিক্রন শনাক্ত হয়েছে।

করোনা মহামারিতে ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া রাজ্যগুলোর একটি মহারাষ্ট্র। সেখানে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ হাজার ২৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু মুম্বাইতে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৮১ জন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে লকডাউন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

দিল্লিতে ২৪ ঘণ্টায় ১৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৮ মের পর এটি সেখানকার সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ