মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ভারতে পাচারকালে ৮০ ভরি স্বর্ণসহ আটক ১

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

আটটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ওই স্বর্ণের ওজন ৯৩৩.১২০ গ্রাম বা ৮০ ভরি। এর বাজারমূল্য ৫৮ লাখ ৪০ হাজার টাকা । ওই স্বর্ণবারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছিলো বলে দাবি বিজিবির।

আজ রবিবার ওই স্বর্ণসহ মোঃ বিল্লাল হোসেন (৩৭) নামে একজনকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার উত্তর তলুইগাছা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে পাচারকালে জব্দকৃত স্বর্ণের বার : ছবি- ক্র্যাবনিউজ

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২৯ আগস্ট) সকাল ১০টায় বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবীবের নেতৃত্বে একটি দল টহল দিচ্ছিলো।

এ সময় সীমান্ত পিলার ১২/৪-এস হতে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়ীবাঁধের উপর অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ৫৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৯৩৩.১২০ গ্রাম (৮০ ভরি) ওজনের স্বর্ণের বারসহ বিল্লাল হোসেনকে আটক করে। সেখানে মোট ৮টি স্বর্ণের বার ছিলো। চোরাকারবারী কৌশলে স্বর্ণের বারসমূহ তার কোমরে লুঙ্গির ভাজে জড়িয়ে বহন করছিল।

আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ