শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ভারতের আদালতে আবার গুলি, এবার আইনজীবী নিহত (ভিডিও)

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ভারতের দিল্লির রোহিণী কোর্টের পর এবার উত্তরপ্রদেশের একটি নিম্ন আদালতে গুলি চালানো হয়েছে। আজ সোমবার কোর্ট শুরুর কিছু সময় পর উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলা আদালতে আচমকাই হামলা চালায় এক দুষ্কৃতিকারী। এক আইনজীবীকে লক্ষ্য করেই গুলি চালায় সে। গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভূপেন্দ্র সিংহ নামে ওই আইনজীবীর।শাহজাহানপুর জেলা আদালতের তৃতীয় তলায় এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন ওই আইনজীবী। সেই সময়ই হঠাৎ চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সেখান থেকে ওই আইনজীবির মরদেহ ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি দেশীয় পিস্তল উদ্ধার করে। শাহজাহানপুরের পুলিশ সুপার জানান, এক ব্যক্তি একাই আদালত চত্বরে প্রবেশ করে গুলি চালায়। ওই ব্যক্তি ছাড়া ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনক কাউকে দেখা যায়নি। খুনের কারণ এখনো জানা যায়নি।
আদালতের এক বর্ষীয়ান আইনজীবী বলেন, “কীভাবে ঘটনাটি ঘটল তার বিস্তারিত জানি না। আমরা কোর্টের ভিতরে ছিলাম। তখনই হঠাৎ খবর পাই গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। পরে এসে দেখতে পাই আমাদেরই এক আইনজীবীর দেহে গুলি লেগেছে। ওই ব্যক্তি আগে ব্যাঙ্কে চাকরি করতেন। শেষ চার-পাঁচ বছর ধরে এখানে কাজ করছেন।”তিনি জানান, এক মাসের ব্যবধানে ভারতের দু’টি নিম্ন আদালতে গুলির ঘটনা ঘটল। এর আগে গত মাসে দিল্লির রোহিণী কোর্টে আইনজীবীর পোশাক পরে আদালত চত্বরে গুলি চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিল। এবার উত্তরপ্রদেশের নিম্ন আদালতে গুলি চালানোর ঘটনায় ভারতের আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ