রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ভবনে বিস্ফারণ : দগ্ধ এক ছাত্রের মৃত্যু, অন্যজন আশঙ্কাজনক

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীর মধ্যে জিতু হাসানের (২৮) মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনষ্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। তিনি ক্র্যাবনিউজকে বলেন, জিতুর শরীরের ৬৪ শতাংশ পুড়ে গিয়েছিলো।

এ ঘটনায় দগ্ধ আরেক ছাত্র ইয়াসিন তালুকদার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মারা যাওয়া জিতু হাসান পাবনা জেলার আতাইকুলা উপজেলার গঙ্গারামপুর উপজেলার আহসাদুল্লাহর ছেলে।
সে ঢাকা কলেজ থেকে লেখাপড়া শেষ করে শেষে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

শুক্রবার রাতে রাজধানীর ফার্মগেট সংলগ্ন পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই দুই শিক্ষার্থী আহত হলে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে পূর্ব তেজতুরী বাজার এলাকায় ২৭/এ নম্বরের একটি ছয়তলা ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনতলার একটি রুমে তিনজন শিক্ষার্থী মেস ভাড়া করে থাকতেন। এই বিস্ফোরণে তারা  দুজন দগ্ধ হয়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ