শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ব্রেথলেসখ্যাত অভিনেতা বেলমন্দোর জীবনাবসান

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ফরাসি নবতরঙ্গ আন্দোলনের অন্যতম অভিনেতা জিন-পল বেলমন্দো (Jean-Paul Belmondo) মারা গেছেন। ৮৮ বছর বয়সে জীবনাবসান ঘটলো বিখ্যাত এই অভিনেতার।

সোমবার তার আইনজীবী মিশেল গডেস্টএ তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন । তবে  বেলমন্দোর মৃত্যুর কারণ জানাননি তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এক টুইটবার্তায় জানিয়েছেন, বেলমন্দোর মৃত্যুতে ফ্রান্স এক জাতীয় সম্পদ হারালো।

১৯৩৩ সালে ফ্রান্সের নিউলি-সুর-সিনে শহরতলিতে ফরাসি ভাস্কর পল বেলমন্দো ও শিল্পী সারাহ রেনু–রিচার্ডের সংসারে বেলমন্দোর জন্ম। পড়াশোনা নয়,খেলাধুলাতেই মনোযোগ ছিল বেশি। নেমে পড়েছিলেন বক্সিংয়ে। তবে কাকতালীয়ভাবে তিনি বিখ্যাত হয়ে যান অভিনয়ে।

তার শখ ছিলো নাটক দেখার। সেই সূত্র ধরে তিনি প্যারিস কনজারভেটরিতে ভর্তি হন ১৯৫২ সালে। এরপর অভিনয়ে নিজেকে মেলে ধরতে শুরু করেন। আর ফরাসি নবতরঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুয়ায়ী, তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছে ফরাসি নবতরঙ্গের অন্যতম সিনেমা ‘ব্রেথলেস’। জঁ লুক গদারের হাত ধরে মিশেল চরিত্রে অভিনয় করে ইতিহাস সৃষ্টি করেন বেলমন্দো। নিজেও একসময় বেড়ে উঠেছিলেন বোহেমিয়ান হিসেবে। আর মিশেল চরিত্রে সেই বেড়ে ওঠাকেই মেলে ধরেন এই অভিনেতা।

তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্য আছে ‘টু ওম্যান’, ‘আ ওম্যান ইজ আ ওম্যান’, ‘লিও মরিন, প্রিস্ট’, ‘লে ডুলোস’, ‘পিয়েরে লে ফু’।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ