শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ব্রিটেনের জেলখানায় ‘মাকড়সা’ থেরাপি

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
উদ্বেগ ও উত্তেজনা কমিয়ে আত্মসম্মান বাড়ানোর জন্য বিষধর মাকড়সা ট্যারেন্টুলার কামড় নিতে উৎসাহিত করা হচ্ছে ব্রিটেনের কারাবন্দীদের।

মিরর অনলাইনের খবর অনুযায়ী পাঁচ ইঞ্চি ওই বিষাক্ত মাকড়সাটিকে একটি স্কঙ্ক, একটি নীল-জিভযুক্ত স্কিনক টিকটিকি এবং এক জোড়া ফেরেটসহ জেলে নিয়ে যায় কারারক্ষীরা।

বিশেষজ্ঞদের দাবি, চিলিয়ান ট্যারেন্টুলা কাটারিনার মতো মাকড়সার একটি বিষাক্ত কামড় অভাবনীয় ফল দিতে পারে।

ক্রিটারিশ অলসোর্টস নামে একটি পশু-সহায়ক থেরাপি সেন্টারের পরিচালক ডেল প্রিস-কেলি বলেন, এই থেরাপি আত্মা বা মনের সঙ্গে শরীরের আন্তঃসংযোগ উন্নত করে। উদ্বেগ এবং রক্তচাপ কমাতেও এটি কার্যকরী ভূমিকা রাখে বলে প্রমাণিত হয়েছে।

ব্রিটেনের ‘বি’ ক্যাটাগরির বেশ কিছু জেলে ইতোমধ্যে এই থেরাপি দেয়া শুরু হয়ে গেছে। সেগুলোর মধ্যে ইউটোক্সেটারের ডোনকাস্টার, সাউথ ইয়র্কস এবং ডোভগেট রয়েছে। এমনকি ড্রেক হল নারী কারাগারেও এ থেরাপি দেয়া হচ্ছে।

এইচএমপি ডনকাস্টারের সার্কো প্রিজন ডিরেক্টর জন হিউইটসন জানান, এই মাকড়সারা কামড় থেরাপি সত্যিই বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটাচ্ছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ