শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ব্রিটিশ এমপি হত্যায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টার ছেলে গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

ক্র‌্যাবনিউজ ডেক্স

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসকে আলি হারবি আলীর বাবা হারবি আলি কুল্লানে জানান, তাঁর সন্তানকে অ্যামেস হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাবা হারবি আলি কুল্লানে সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খাইরের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আইনসভা হাউস অব কমন্সের আইনপ্রণেতা স্যার ডেভিড অ্যামেস গত শুক্রবার ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় আলী হারবি আলীকে (২৫) গ্রেপ্তার দেখিয়েছে যুক্তরাজ্যে পুলিশ। এই ঘটনার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এর আগে স্যার ডেভিড অ্যামেস হত্যার দায়ে আলী হারবি আলীকে আটক করেছিল যুক্তরাজ্য পুলিশ। গত শুক্রবার লন্ডনের পশ্চিমাঞ্চলে একটি গির্জায় প্রার্থনা করতে যান ৬৯ বছর বয়সী অ্যামেস। সেখানেই তাঁর ওপর হামলা হয়। ২০১৬ সালে ওয়েস্ট ইয়র্কশায়ারে লেবার পার্টির ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার জো কক্সকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার পাঁচ বছর পর অ্যামেসকে হত্যা করা হলো। আর এ সব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যুক্তরাজ্যের রাজনীতিবিদদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছেযুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসকে আলি হারবি আলীর বাবা হারবি আলি কুল্লানে জানান, তাঁর সন্তানকে অ্যামেস হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাবা হারবি আলি কুল্লানে সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খাইরের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ