মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ, লেনদেন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের লেনদেনের এবং অফিসের নতুন সময় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ নভেম্বর থেকে সকল ব্যাংক সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

বৃহস্পতিবার ব্যাংকারদের জন্য নতুন লেনদেনের  সময় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের নতুন সার্কুলার অনুযায়ী  রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে। এবং সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যাংকগুলোর অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকারদের জন্য  বর্তমানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস সময় কার্যকর আছে।

এরআগে সরকার চলতি বছরের ২২ আগস্ট বিদ্যুতের স্বল্প সরবরাহের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সমস্ত সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং সমস্ত ব্যাঙ্কের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসের সময় পুনর্বিন্যাস করে।যা ২৪ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ