শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বৃদ্ধকে বেঁধে পেটালেন চেয়ারম্যান

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের হালুয়াঘাটে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে বেধরক পিটিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। এই নির্মম দৃশ্য গ্রামবাসী দেখলেও উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসেননি। এঘটনায় মামলা হলেও পুলিশ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেনি। অভিযোগ রয়েছে পুলিশ আসামিকে পালিয়ে যেতে সহায়তা করার।

তবে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান ক্র্যাবনিউজকে বলেন, গত (২৭ সেপ্টেম্বর) সোমবার বিকেলে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।

এঘটনায় হালুয়াঘাট থানায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন আহত ওই বৃদ্ধ । তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্হানীয় সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের বালিচান্দা গ্রামের দুলাল মিয়া (৭১) এর জায়গা থেকে মাটি নিয়ে রাস্তায় কাজ করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এতে দুলাল মিয়া বাধাঁ দেয়ায় এক পর্যায়ে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

পরে চেয়ারম্যান উত্তেজিত হয়ে বৃদ্ধ দুলালকে তার নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে লাঠি ও লোহার রড দিয়ে পিঠিয়ে রক্তাক্ত করেন। এই দৃশ্য স্থানীয় গ্রামবাসী দেখলেও কেউ এগিয়ে আসেননি উদ্ধারের জন্য। যখন রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে চেয়ারম্যান ফেলে রেখে চলে যান, তারপর লোকজন বৃদ্ধকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এই ঘটনায় চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাতে আহত দুলালকে হাসপাতালে দেখতে যান বলে জানান হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, বালিচান্দা গ্রামে রাস্তায় কাজ করতে গেলে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুলাল মিয়ার সঙ্গে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে সরকারি কাজে বাধাঁ দেন তিনি। আমি তার প্রতিবাদ করলে সে আমার গায়ে হাত তোলেন। পরে আমার গ্রাম পুলিশ তাকে ধরে আমার নিজ গাড়িতে তোলে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে তাকে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে আমি তাকে মারধর করি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, ’হালুয়াঘাট থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো ‘

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ