মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিশ্বনেতাদের হস্তক্ষেপে রক্ষা পাক ইউক্রেন

spot_img
spot_img
spot_img

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে এখন হাহাকার। লাশের মিছিল, কান্না, রক্ত ভয়-আতঙ্ক সবই বাড়ছে। বিশ্বের সাধারণ মানুষ ইউক্রেনের পক্ষে হলেও কী ইউক্রেন রক্ষা পাচ্ছে আগ্রাসন থেকে? না। এখন বিশ্ব নেতাদের বিবেককে জাগ্রত করা উচিত। বিশ্বের মানুষও এখন বিশ্বনেতাদের দিকে তাকিয়ে। তারা কী ইউক্রেনের জনগনকে রক্ষা করতে এগিয়ে আসবে। না কী পুতিনের হুংকারে চুপচাপ নিন্দা জানিয়েই ক্ষমতাধররা ক্ষমতা নিয়ে বসে থাকবে গৃহকোনে? এ প্রশ্ন মৃত্যুর খুব কাছাকাছি থাকা ইউক্রেনের মানুষ, তথা বিশ্বের মানুষের- সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশের মানুষের প্রতিক্রিয়া এমনটাই।

রাশিয়া-ইউক্রেনের বিষয়টিতে বাংলাদেশের মানুষের আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানান ক্রিয়া-প্রতিক্রিয়া দেখাচ্ছেন। চুপচাপ থাকায় গালমন্দ করছেন পশ্চিমা ক্ষমতাশালী দেশগুলোকে- আর জাতিসংঘকেতো হোয়াইটওয়াশ করছে রীতিমতো। অন্যদেশেও হয়তো এমনই প্রতিক্রিয়া। যেখান খোদ রাশিয়ার জনগনই এই আগ্রাসনের পক্ষে নেই। তারা বিক্ষোভ করেছেন। প্রায় দুই হাজারজনকে গ্রেপ্তার করতে হয়েছে বিক্ষোভ দমাতে।

আলোচনা করেই হোক, আর বল প্রয়োগ করেই হোক- রাশিয়াকে হামলা থেকে নিবৃত্ত করা হোক।

সবমিলিয়ে বিশ্বনেতাদের হস্তক্ষেপে রক্ষা পাক ইউক্রেন, শিরুক শান্তি। বন্ধ হোক যুদ্ধ, ফিরুক শান্তি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ