বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ

spot_img
spot_img
spot_img

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা নিশ্চিত করেছেন, অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও যে সিরিজে বাংলাদেশের অংশগ্রহণ করার কথা।

নিউজিল্যান্ডে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার পেছনে এ কারণটাকেই তুলে ধরেছেন রমিজ, ‘আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড পাকিস্তানে খেলতে আসবে। সে সফরের তারিখের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই নিউজিল্যান্ড ক্রিকেটের আয়োজনে আমরা সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন আমাদের খেলোয়াড়েরা ওই কন্ডিশনে আরও বেশি খেলার সুযোগ পাবে, সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।’

ওদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এর মধ্যেই নিশ্চিত করেছে, পাকিস্তানে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে তারা।

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা । ছবি: টুইটার

সিরিজে অংশ নেওয়ার জন্য আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে পাকিস্তান দল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড খুব শিগগির এই সিরিজের সূচি ঘোষণা করবে। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। সাক্ষাৎকারে দলের কোচিং পরিস্থিতি নিয়েও কথা বলেছেন রমিজ রাজা। বিশ্বকাপের আগে দলের কোচিং প্যানেলে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেনের যোগদান প্রায় নিশ্চিত। ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে কাজ করবেন তিনি।

মূল কোচ হিসেবে যথারীতি রয়েছেন সাকলায়েন মুশতাক। রমিজের বক্তব্য, ‘এক বছরের চুক্তি অনুযায়ী সাকলায়েন যথারীতি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবে। এক বছর পর হয়তো ঘরোয়া ক্রিকেট ও অন্যান্য দায়িত্বের কারণে এই ভূমিকায় তাকে না-ও দেখা যেতে পারে।’

রমিজের মতে, বিশ্বকাপে ভারতকে হারানোর পর থেকেই সবার কাছ থেকে আরও বেশি মনোযোগ পাচ্ছে পাকিস্তান, ‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের সর্বপ্রথম জয় যেভাবে পেলাম, ভারতকে ১০ উইকেটে হারানোর পর থেকে আমরা যেভাবে ক্রিকেট খেলছি, তা বিশ্বব্যাপী সুনাম কুড়াচ্ছে। আমরা মানুষের কাছ থেকে আরও বেশি মনোযোগ পাচ্ছি, সম্মান পাচ্ছি। এটা পাকিস্তানের ক্রিকেটে আগে কখনো হয়নি।

নিউজিল্যান্ডে সিরিজ খেলার জন্য রমিজের এই পরিকল্পনা আদৌ সফল হবে কি না, সেটা বিশ্বকাপের পরই বোঝা যাবে! সূত্র: প্রথম আলো

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ