শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিদেশে অবস্থানরত সাইবার অপরাধীরা আইনের আওতায় আসবে : আইনমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুর পরিবার, সরকার, বিচার বিভাগ ও দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোয় জড়িত সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।আজ রবিবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুর পরিবার, সরকার, বিচার বিভাগ ও দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোয় জড়িত সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবিদেশে অবস্থানরত সাইবার অপরাধীদের কীভাবে আইনের আওতায় আনবেন’- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘অপরাধ যদি বাংলাদেশের বাইরেও করা হয়, তাহলেও তারা বাংলাদেশে অপরাধ করেছেন বলে ধরা হবে। তার মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রয়েছে। এতেও আমরা অবশ্যই ব্যবস্থা নিতে পারব। আর ওরা যেসব দেশে আছে সেখানেও আইনের আওতায় আনতে পারব। আমরা সব কিছু চিন্তা ভাবনা করছি, তাদেরকে আইনের আওতায় আনার জন্য।’

ডিআরইউ সভাপতি মুরাসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চলানায় ছিলেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ