বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা জব্দ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কক্সবাজার উখিয়ার রাজাপালং ইউপির জলিলের গোদা আমবাগান নামক স্থানে অভিযান চালিয়ে দুই লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে। এর আগে মাদক কারবারিদের সাথে বিজিবির গোলাগুলি হয় বলে আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো জানােনা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি আভিযানিক টহলদল গত মঙ্গলবার ( ১৫ ফেব্রুয়ারি) রাতে জলিলের গোদা আমবাগানে ফাঁদ পাতে। রাত ১১টার দিকে ইয়াবা পাচারকারীরা সীমান্ত এলাকা হতে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল চ্যালেঞ্জ করে। এ সময় মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ শুরু করে। পাল্টা গুলি চালায় বিজিবিও। একপর্যায়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল পাওয়া ওই ব্যাগ তল্লাশি করে ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস বার্মিজ ইয়াবা পায় বিজিবি।

প্রসঙ্গত, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিজিবি টহলদলের হাতে চুয়াল্লিশ কোটি বিয়াল্লিশ লক্ষ তিরানব্বই হাজার সাতশ’ টাকা মূল্যের চৌদ্দ লক্ষ আশি হাজার নয়শ’ ঊনআশি পিস বার্মিজ ইয়াবা এবং সত্তর কোটি টাকা মূল্যের ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ সর্বমোট একশত চৌদ্দ কোটি বিয়াল্লিশ লক্ষ তিরানব্বই হাজার সাতশ’ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১২ জন আসামী আটক হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ