বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিজিবির অভিযানে লক্ষাধিক ইয়াবা জব্দ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
মাদক কারবারিদের সাথধে গোলাগুলির পর বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার বার্মিজ ইয়াবা জব্দ করেছে। বিজিবির পাল্টা আক্রমণের মুখে এসব ইয়াবা ফেলে পালিয়ে গেছে সংশ্লিষ্ট মাদক কারবারিরা।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি আভিযানিক টহলদল বুধবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে উখিয়ার ৪নং রাজাপালং ইউপির গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পাতে। আনুমানিক রাত ১‌২টা ১০ মিনিটে কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত এলাকা হতে হেঁটে বাংলাদেশে ঢোকার প্রাক্কালে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপর গুলিবর্ষণ করে। এমতাবস্থায় বিজিবি পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে এক লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। যার মূল্য তিন কোটি ষাট লক্ষ টাকা।

প্রসঙ্গত, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে পয়ত্রিশ কোটি একাত্তর লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের এগার লক্ষ নব্বই হাজার তিনশত পঞ্চাশ পিস বার্মিজ ইয়াবা এবং সত্তর কোটি টাকা মূল্যের ১৪ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট একশ’ পাঁচ কোটি একাত্তর লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ