বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিজিবির অভিযানে অর্ধলক্ষ ইয়াবা জব্দ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে অর্ধলক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ মঙ্গলবার প্রায় দেড় কোটি টাকা মূল্যের এই ইয়াবা জব্দ করা হয় বলে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজিবির ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৬ নভেম্বর) বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর ঘুমধুম বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির কাস্টমস মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক সন্ধ্যঅ ৭টার দিকে কতিপয় ইয়াবা পাচারকারী বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলিবর্ষণ করতে থাকে। এমতাবস্থায় টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই স্থান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ