শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিএনপির যুগ্মমহাসচিব হারুনের পাঁচ বছরের কারাদণ্ড বহাল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বিএনপির যুগ্ম-মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদের পাঁচ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া এই দুর্নীতি মামলার অপর দুই আসামি ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেকের সাজাও বহাল রেখেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে এই মামলায় হারুন যে ১৬ মাস হাজতবাস করেছেন, সেই সময়কালটাই সাজা হিসেবে গণ্য হবে। তাকে নতুন করে আর জেলে যেতে হবে না। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। হারুন অর রশিদ এমপিকে ২০১৯ সালের ২১ অক্টোবর পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। এসময় তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হারুন।

সংসদ সদস্য থাকাবস্থায় শুল্ক মুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুন অর রশিদসহ তিন জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ মার্চ। মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক ইউনুস আলী।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ