শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বাস ভাড়া : বিশৃঙ্খলা ঠেকাতে মালিক-শ্রমিক সমন্বয়ে ১১ ভিজিলেন্স টিম

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রো এলাকায় চলাচলকারী গাড়িতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সে বিষয়ে মালিক-শ্রমিকদের সমন্বয়ে ১১টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

এই টিম বিআরটিএ এবং ডিএমপি’র সমন্বয়ে তদারকি করবে বলেও বিবৃতিতে জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, আগামী ৩ দিনের মধ্যে ডিজেল ও সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর ব্যবস্থা করা হবে।

বুধবার সকালে রাজধানীর পরীবাগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

এ সময় খন্দকার এনায়েত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ বিবৃতি পড়ে শোনান, যার মধ্যে এই ভিজিলেন্স টিম গঠনের কথা উল্লেখ রয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকা মেট্রো এলাকায় আগামী ৩ দিনের মধ্যে সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস থাকবে না।
খন্দকার এনায়েত বলেন, ঢাকা মেট্রো এলাকায় ১২০টি পরিবহনের মধ্যে ১৩টি কোম্পানিতে ১৯৬টি সিএনজিচালিত গাড়ি পাওয়া যায় । মোট ৬ হাজার গাড়ির মধ্যে সিএনজিচালিত গাড়ি ৩ দশমিক ২৬ শতাংশ।
সংবাদ সম্মেলনে মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ