মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বাচ্চাদের খেলাধুলার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ছেলে-মেয়েরা যত খেলাধুলা ও সাহিত্যচর্চা করবে তাদের তত দেশপ্রেম গড়ে উঠবে। বাচ্চাদের প্রতিদিন খেলাধুলার জন্য সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সাফজয়ী নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধে জয় করেছি, খেলায়ও জিতবো, এই মনোবল নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, গত ১৪ বছরে আমাদের ক্রীড়াঙ্গনে যথেষ্ট অর্জন আছে। আমাদের ছেলেরা যা পারেনি মেয়েরা তা পেরেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও অধিনায়ক সাবিনা খাতুন।

অনুষ্ঠানে খেলার স্মৃতিচারণ করেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। পরে ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২’-এর ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ