শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বাউলা কে বানাইলোরে হাসন রাজারে…

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
আজ মরমি কবি ও সাধক হাসন রাজার ৯৯তম মৃত্যুবার্ষিকী আজ ৬ ডিসেম্বর। সুনামগঞ্জের লক্ষ্মণশ্রী গ্রামের জমিদার দেওয়ান আলী রাজার ছেলে হাসন রাজা। তিনি তিন হাজারেরও বেশি গান রচনা করে গেছেন।

হাসন রাজা জমিদার হয়েও অতি সাধারণ জীবন যাপন করতেন। প্রথম জীবনে তিনি ভোগবিলাসী হলেও পরবর্তী সময়ে তিনি স্রষ্টার সান্নিধ্য লাভ করার চেষ্টা করেন। আর তাই তার প্রায় প্রতিটা সৃষ্টিকর্মে আধ্যাত্মিকতা প্রকাশ পেয়েছে। তার প্রত্যেক গানে তিনি স্রষ্টকে দর্শনের কথা বলেছেন।

হাসন রাজা রচনা করেছেন লোকে বলে বলে রে ঘর-বাড়ি বালা না আমার, বাউলা কে বানাইল রে হাসন রাজারে বাউলা কে বানাইল, নেশা লাগিল রে, আমরা মাঝ ত বাহির হইয়া দেখা দিল আমরারে, আপনার রূপ দেখিলাম রেসহ অসংখ্যা বিখ্যাত গান।

হাসন রাজার জন্ম ১৮৫৪ সালে ২৪ জানুয়ারি এবং মৃত্যু ১৯২২ সালের ৬ ডিসেম্বর। ৬৮ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন।

আধ্যাত্মিক চিন্তাচেতনা ও সৃষ্টিকর্ম নিয়ে দেশে বিদেশে যে হাসন রাজার এত সুনাম, তার মৃত্যুবার্ষিকীতে সুনামগঞ্জে নেই কোনো আয়োজন। অনেকটা নীরবেই প্রতিবছর কাটে তার এই জন্ম ও মৃত্যুবার্ষিকী। এতে হাসন রাজার নিজ বাড়িতে অবস্থিত পারিবারিক তত্ত্বাবধানে গড়ে উঠা হাসন রাজা মিউজিয়াম দেখতে আসা দর্শনার্থীরা ক্ষোভ জানিয়েছে।

তবে পরিবারের পক্ষ থেকে প্রতি বছর হাসন রাজা ট্রাস্ট্র তার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরো জেলায় সংগীত প্রতিযোগিতার আয়োজন করে থাকে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ