শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কানাডায় জয়ের পথে ক্ষমতাসীন ট্রুডোর দল

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

কানাডায় আগাম নির্বাচনে জয় লাভ করেছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কনজারেভেটিভ পার্টির থেকে বেশি আসন পাওয়ায় দেশটিতে ক্ষমতার পরিবর্তন হচ্ছে না।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কানাডিয়ান সিটিভি নেটওয়ার্ক ও সিবিসির নির্বাচনের প্রাথমিকের ফলাফলের আভাসের বরাত এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে জয়ের পর দলটি কতটা শক্তিশালী সরকার গঠন করতে পারবে সেই সংশ্লিষ্ট প্রশ্ন অব্যাহত রয়েছে।

এদিকে দ্য ওয়াল স্ট্রেট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে এবারের নির্বাচনে এগিয়ে যাওয়ার মাধ্যমে তৃতীয়বারের মতো জয় পেতে যাচ্ছেন। তবে ভোট গণনা অব্যাহত থাকায় দলটি কত বড় জয় লাভ করতে যাচ্ছেন তা স্পষ্ট নয়।

এছাড়া সিটিভি ও সিবিসির নির্বাচনের ফলাফলের আভাসে বলা হয়েছে, সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৪১টি নির্বাচনী জেলায় নেতৃত্ব দিচ্ছেন লিবারেল পার্টি এবং তাদের বিরোধী দল ১০০ আসনে।

প্রসঙ্গত, লিবারেল পার্টির নির্বাচনে জয় লাভ করার জন্য ১৭০টি আসনে জয় পেতে হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ