শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

‘বর্ন টু ফ্লাই…’

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সদ্য প্রয়াত পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের ফেসবুক প্রোফাইলে ইংরেজীতে লেখা রয়েছে ‘বর্ন টু ফ্লাই’। অর্থাৎ ‘উড়তেই জন্ম’, কিংবা ’ওড়ার জন্যই জন্ম’ বা ‘উড়তেই জন্ম’। তিনটি ইংরেজি শব্দের সমন্বয়ে লেখা এই আত্মবর্ণনায়ও পেশাদারিত্বের প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছে। পাইলট ছিলেন নওশাদের বাবাও। ছয় মাস আগে যিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুধু ফেসবুকের প্রোফাইলে ব্যবহার করা নিজের সম্পর্কে ‘উড়তেই জন্ম’ বর্ণনার স্বাক্ষর রেখে গেলেন মৃত্যুতেও। মাঝ-আকাশে উড়ন্ত বিমানে হার্টঅ্যাটাক করেও যাত্রীদের অক্ষত রাখতে সক্ষম হয়েছেন তিনি। নিজের মৃত্যুকে পরোয়া না করে ১২৪ জন যাত্রীর জীবনকে নিরাপদ করেছেন তিনি।

এই পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার মাধ্যমে মৃত্যুর মধ্য দিয়ে অমর তিনি। এমনটাই বলছেন তার সহকর্মীরা। ছোটবেলা থেকেই পাইলট বাবাকে দেখে আকাশে ওড়ার স্বপ্ন দেখছিলেন নওশাদ। কিন্তু সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য অজানা আকাশে উড়াল দিলেন নওশাদ- এমন অনুভুতি সহকর্মীদের।

প্রসঙ্গত, ওমানের রাজধানী মাস্কাট থেকে গত ২৭ আগস্ট ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে মধ্য আকাশে হঠাৎ অসুস্থতা অনুভব করেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুুম। সিভিআর হার্ট অ্যাটাক হয় তার।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটটির (বিজি ০২২) নিয়ন্ত্রণ নেন ফার্স্ট অফিসার মোস্তাকিম। তিনি ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করান। সেখান থেকে খুব দ্রুত ক্যাপ্টেন নওশাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তার মৃত্যু হলো।

ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম ১৯৭৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালের ২০ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগদান করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ