শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বন্যায় যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়ে ৪৬, ছড়াচ্ছে দাবানলও

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ঘূর্ণিঝড় ইডার প্রভাবে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের চার অঙ্গরাজ্যে টর্নেডো ও আকস্মিক বন্যায় অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। লন্ডভন্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য।

অন্যদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তীব্রতা ধারণ করেছে দাবানল। হাজার মাইল জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল।

সবমিলিয়ে বন্যা দাবানলে লন্ডভন্ড হয়ে পড়েছে মার্কিন মুলুকের ৫ অঙ্গরাজ্য।

এমন প্রাকৃতিক দুর্যোগের মুখে দুশ্চিন্তায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়ী করছেন, জলবায়ু পটরিবর্তনের প্রভাবকে।

যদিও জলবায়ু বিপর্যয়ে উন্নত বিশ্বের যে দেশগুলোর দায় রয়েছে, আমেরিকা তার মধ্যে অন্যতম দায়ী দেশ। এমনটাই উঠে এসেছে জলবায়ু বিশেষজ্ঞদের বিভিন্ন গবেষণায় এবং জাতিসংঘের রিপোর্টে।

এদিকে বিবিসি জানিয়েছে, জলবায়ু সঙ্কট মোকাবিলায় ‘ঐতিহাসিক অর্থায়ন’ প্রয়োজন বলে জো বাইডেন বলেছেন। ব্রিটিশ এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাইডেনের বরাত দিয়ে বলা হয়েছে, জলবায়ু সংশ্লিষ্ট ধ্বংসযজ্ঞ মোকাবিলা করছে যুক্তরাষ্ট্র। এটি মোকাবিলা করা এখন জীবন ও মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জানা গেছে, নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সিতে অকল্পনীয় মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। সেখানকার বহু বাসিন্দা বাড়ির বেজমেন্ট এবং গাড়িতে আটকা পড়েছেন। প্রাণহানির ঘটনা ঘটেছে চারটি অঙ্গরাজ্যে।

নিউইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও বলেছেন, কয়েক মিনিটের মধ্যেই পূর্বাভাস হাসির খোরাকে পরিণত হলো। বিশেষজ্ঞরা আমাকে সতর্ক করে জানিয়েছিলেন- দিনভর তিন থেকে ছয় ইঞ্চি বৃষ্টি হতে পারে। অথচ সেন্ট্রাল পার্ক এলাকায় এক ঘণ্টায় বৃষ্টি হয়েছে তিন দশমিক ১৫ ইঞ্চি।

নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোসুল বলেছেন, আমরা জানতাম না যে রাত ৮টা ৫০ মিনিট থেকে ৯টা ৫০ মিনিটের মধ্যে নিউ ইয়র্কের সড়কে নায়াগ্রা জলপ্রপাত মাত্রার পানি প্রবাহিত হবে।

নিউ জার্সি গভর্নর ফিল মারফি জানান, সেখানে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই পানি বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আটকা পড়ে মারা গেছেন।

অন্যদিকে নিউইয়র্কে মৃত্যু হয়েছে দুই বছরের শিশুসহ অন্তত ১৪ জনের। তাদের মধ্যে ১১ জন মারা গেছেন পানিবন্দি বেজমেন্টে আটকা পড়ে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ